শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় মেয়ে শিশু সুরক্ষা দলের ৮দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

মো. মিজানুর রহমান (মিজান), চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের অনির্বাণ ট্রেনিং সেন্টারে গতকাল মেয়ে  শিশু সুরক্ষা দলের ৮দিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করেন সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)। প্রশিক্ষণে ছবি প্রদর্শনের মাধ্যমে শিশু সুরক্ষা, নেতৃত্ব ও দল ব্যবস্থাপনা এবং শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ পর্যবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সমাজ উন্নয়ণ প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন। এসময় এসইউপিকে’র  পিসি-আরইপি মো. মেরাজউদ্দিন তালুকদার, প­্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র পিসি-পিওভিসি মো. নুরুল হক, পিসি-এসসিএম মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন এসইউপিকে’র কমিউনিটি ফ্যাসিলিটিটের মো. ফজলুল হক, প্রশান্ত রায়, রাধা রানী রায় ও তুলশী চক্রবর্তী। খানসামা ও চিরিরবন্দর উপজেলার ১১টি ইউনিয়নের ৬২জন মেয়ে শিশু প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণে প্রশিক্ষক ও সার্বিক তত্ত্বাবধান করেন এসইউপিকে’র প্রোগ্রাম অফিসার ট্রেনিং মো. খায়রুল আলম।

Spread the love