শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামা উপজেলায় রোপা-আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা

এস.এম.রকি, খানসামা ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় রোপা-আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা। 
উপজেলা কৃষি অফিস, চলতি রোপা-আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ১৩৭৫৬ হেক্টর ছাড়িয়ে ১৩৭৬৫ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। 
সরেজমিনে দেখা যায়, উপজেলার  ছাতিয়ানগড় ও পাকেরহাট গ্রামসহ বিভিন্ন এলাকায় এখন রোপা-আমন চাষে কোমর বেঁধে মাঠে নামেন কৃষক ও শ্রমিকরা। বাড়ির আশপাশে এবং ফসলের মাঠে রোপা-আমন ছোট চারায় সবুজে সমারোহ। কেউ ধান গাছের আগাছা পরিষ্কার করছেন। আবার কেউ সার ও কীটনাশক প্রয়োগ করছেন। ধানের চারার ছোট চারায় সবুজ পাতায় বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন।
পাকেরহাট গ্রামের কৃষক সোহেল রানা বলেন, ধান গাছের চারার চেহারা দেখে তিনি মুগ্ধ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শে ক্ষেতে সার ও কীটনাশক প্রয়োগ এবং আগাছা পরিষ্কার করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় বলেন, লক্ষ্য মাত্রার চেয়ে এবার বেশী রোপা-আমন রোপণ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ভালো ফলনের আশা করছি। ভালো ফলনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। 

Spread the love