বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা গুপ্তহত্যায় নেমেছেন : প্রধানমন্ত্রী

 প্রধাসমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে খালেদা জিয়া এখন দেশে গুপ্তহত্যার নির্দেশ দিচ্ছেন। তিনি বিদেশি, লেখক, প্রকাশক ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর গুপ্তহত্যা চালাচ্ছেন।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন তুলে ধরে বলেন, ‘মানুষের মনে যখন একটু শান্তি আসে; অশান্তি শুরু হয়ে এক জনের মনে। মানুষের শান্তি তিনি দেখতে পারেন না। মানুষের শান্তি দেখলে, মানুষের উন্নতি দেখলে, বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া দেখলেই অশান্তি শুরু হয় তার মনে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশের মানুষকে নিয়ে বারবার ষড়যন্ত্রের খেলা হয়েছে। কোনো কোনো মহল প্রচার চালাচ্ছে, এদেশে আইএস আছে; সন্ত্রাস আছে। অথচ এদেশে সন্ত্রাসের সৃষ্টি করেছিল বিএনপি-জামায়াত মিলে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কঠোর হস্তে সেই সন্ত্রাস দমন করেছে।’

‘এখন খালেদা জিয়া আবারো সেই খুনের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি। বিচারের রায় কার্যকর হচ্ছে। এই খুনিদের রক্ষা করার জন্য। তার জন্যই এই গুপ্তহত্যা।’

শেখ হাসিনা বলেন, ‘আজকে যারা যুদ্ধাপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত, তাদের কে পুরস্কৃত করেছিল। জিয়াউর রহমান তাদের মন্ত্রী-প্রধানমন্ত্রী বানিয়েছিল। পরে খালেদা জিয়া তাদের নানাভাবে পুরস্কৃত করেছে।’

শেখ হাসিনা বলেন, ‘শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। জাতির পিতা এই সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে একটি কথা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। এই একটা কথা আমি স্পষ্টভাবে বলতে পারি, গুপ্তহত্যা-খুন যাই করুক না কেন, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অগ্রযাত্রায় কেউ বাধা দিতে পারবে না। বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখতে পারবে না।’

‘যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদেরকে সাবধান করে দিতে চাই। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা। কোনো ষড়যন্ত্রের কাছে তারা মাথা নত করে না।’

যারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চায় তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, এই বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তিপ্রিয় দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিম-লীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।

 

 

Spread the love