শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়া গণতন্ত্রের ফেরেস্তা সাজার চেষ্টা করছেন : ইনু

Einuতথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল

হক ইনু

বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া

গণতন্ত্র ও যুদ্ধাপরাধীদের নিয়ে ক্রমাগত

নাটক করে চলেছেন। তার এই নাটক দেখে

এটুকুই বলবো যে, জামায়াত হেফাজতের

ওড়না পরে গণতন্ত্রের কথা শোভা পায় না।

খালেদা জিয়া গণতন্ত্রের ফেরেস্তা সাজার

চেষ্টা করছেন-এমন অভিযোগ করে তথ্যমন্ত্রী

বলেন, এ ধরণের সাম্প্রদায়িক শক্তিকে সাথে

নিয়ে গণতন্ত্রের ফেরেস্তা হওয়া যায় না। ইনু

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর

উপজেলার আমলা সরকারী কলেজে

ডিজিটাল শ্রেণী কক্ষ উদ্বোধনের পর

সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

এসময় ইনু আরও বলেন, খালেদা জিয়া

জামায়াত, হেফাজত ও তেঁতুল হুজুরদের

সাথে নিয়ে গণতন্ত্র নির্মাণের যে নাটক

করছেন তা থেকে সরে আসলে দেশ ও

গণতন্ত্রের জন্য মঙ্গল হবে। তথ্যমন্ত্রী

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার

বিরোধী দল দমন করছে বলে যে অভিযোগ

করা হচ্ছে তা কাল্পনিক। আমরা বিরোধী

দলকে দমন করছি না। তবে সরকার

নাশকতা, অন্তর্ঘাত এবং জঙ্গীবাদি তৎপরতা

কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।

এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

আজাদ জাহান, জেলা জাসদ সভাপতি

গোলাম মহাসিন, উপজেলা আওয়ামী লীগের

সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান

কামারুল আরেফিনসহ স্থানীয় নেতৃবৃন্দ

উপস্থিত ছিলেন।

 

Spread the love