শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খড়ের দখলে বোদা এশিয়ান হাইওয়ে সড়ক

Paddy  Bodaনুরেহাবিব সোহেল,বোদা(পঞ্চগড়) প্রতিনিধিঃ

বোদা এশিয়ান হাইওয়ে সড়কসহ উপজেলার ছোট বড় সড়ক গুলো খড়ের দখলে চলে গেছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে নানান দূর্ভোগের শিকার হচ্ছে জনসাধারণ। বিশেষ করে মোটর সাইকেল,বাইসাইকেল,রিক্সা ও ভ্যান চালকরা পড়েছে চরম বিপাকে। সড়কগুলোতে খড়দিয়ে ঢেকে থাকায় প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। সরেজমিনে দেখা যায়,উপজেলার এশিয়ান হাইওয়েসহ প্রত্যন্ত এলাকার সড়কে চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটার ধুম পড়ে যাওয়ায় কৃষকদের মাড়াই কৃত খড় ও ধান এই সব সড়কের ওপরে শুকানোর কাজে ব্যবহার করায় সড়কগুলো বর্তমানে খড়ের দখলে চলে গেছে। বোদা পৌর সদরের কৃষক শাহজাহান জানান,বৈরী আবহাওয়ায় কারণে বাড়ীর উঠানে পর্যাপ্ত জায়গা না থাকায় ধান ও খড় শুকাতে বাধ্য হয়েছি। নগর কুমারী গ্রামের ভ্যান চালক সুলতান আলী জানায়, সড়কগুলোতে খড়পলের কারণে মালামাল ও যাত্রী বহন করতে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে। সড়কে পল আর মাথার উপরে সূর্যের তাপ থাকায় তেমন একটা ভাড়া যাচ্ছিনা। পথচারি আবুল কাসেম জানান,সড়কে খড়েরপল থাকার কারণে সময় মত যানবাহন না পেয়ে পা হেটে গন্তব্যে পৌছাতে হচ্ছে। অভিজ্ঞ মহলের অভিমত সাধারণ মানুষের চলাচলের জন্য এদের বিরুদ্ধে প্রশাসনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা উচিত।

Spread the love