বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশের জন্য স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : গতকাল দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং জেএসকেএস, প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় কোমলমতি শিশু শিক্ষার্থীরা গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশের জন্য তাদের স্কুলে আনন্দমুখর পরিবেশে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের মতই স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ভোট প্রদান করে।

চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় জাতীয় নির্বাচনের মতই ছাত্র ছাত্রীরা লাইন ধরে ভোট প্রদান করছে। ভোট কেন্দ্রের ভোট বুথে ভোট প্রদানের গোপন কক্ষ, ব্যালট বাক্স, ভোটার লিস্টে নাম যাচাই, ভোটারদের আঙ্গুলে কালি লেপনসহ নির্বাচন কমিশনার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং এজেন্ট এবং নিরাপত্তার দায়িত্বে রয়েছে শিশু পুলিশ ও আনসার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। স্কুলের প্রধান শিক্ষিকা নাহিদা আখতারী জানান ৩ বছর ধরে এ স্কুলে কোমলমতি শিশু শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশের লক্ষে জাতীয় নির্বাচনের মতই আনন্দমুখর পরিবেশে ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে। তিনি বলেন আমার বিশ্বাস আজকের এই শিশু ভোটাররা আগামীতে তাদের পছন্দমত প্রার্থী নির্বাচিত করতে এবং ভোট প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। জেএসকেএস সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন ও টেকনিক্যাল কো-অডিনেটর জোস্না রানী সরকার বলেন, কোমলমতি শিশু শিক্ষার্থীদের এই নির্বাচনের মাধ্যমে তাদের মাঝে গণতন্ত্র চর্চা ও নেতৃত্ব বিকাশ ঘটবে। পাশাপাশি আগামীতে জাতীয় নির্বাচন গুলোতে একজন ভোটার হিসেবে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে যথেষ্ঠ ভূমিকা রাখবে। শিশু ভোটার তৃতীয় শ্রেণীর ছাত্র নাহিদ ইসলাম জানায় ভোট দিতে আমার খুবই ভালো লাগছে। এই ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি স্কুলের সকল সমস্যা দুর করণে এবং সার্বিক উন্নয়নে যথেষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ভোটের প্রার্থী চতুর্থ শ্রেণীর ছাত্রী শামিয়া আক্তার (মিম) বলেন আমি নির্বাচিত হলে স্কুলে বাগান, খেলাধুলা, পিকনিক, পাঠাগারসহ স্কুলের উন্নয়ন করে যাব।

Spread the love