শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণশুনানিতে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

Elcরাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)তিনদিনব্যাপী গণশুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার  গণশুনানিতে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি)।তবে রেগুলেটরি কমিশনের কারিগরি কমিটি ৬.৬৬ ভাগ বৃদ্ধির পক্ষে তাদের মতামত তুলে ধরেন।

নিয়ম অনুযায়ী গণশুনানির ৯০ দিনের মধ্যে দাম বাড়ানোর কথা।

সকালের পিডিবির প্রস্তাব নিয়ে শুনানি হয় এবং বেলা আড়াইটায় শুরু হবে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) প্রস্তাবের ওপর গণশুনানি।

বুধবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ (ডেসকো) এবং  বৃহস্পতিবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) প্রস্তাবিত মূল্যের ওপর গণশুনানি হবে।

এরপর বিতরণ সংস্থাগুলোর প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) এর টেকনিক্যাল কমিটির মূল্যায়ন ও সুপারিশ জানানো হবে। এরপরই আসবে দাম বাড়ানোর ঘোষণা।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে সেপ্টেম্বরে খুচরা বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং পাইকারির দাম ১৭ শতাংশ বাড়ানো হয়। এবার দাম বাড়লে বিদ্যুতের ২৬ লাখ ৫৪ হাজার গ্রাহককে বাড়তি অর্থ গুণতে হবে।

Spread the love