শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণ গ্রেফতার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না : খালেদা জিয়া

khaleda-01রবিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত

মহাসচিব মির্জা

ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের

জামিন

বাতিল করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও ক্ষোভ

প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের

চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন অবৈধ শাসক

গোষ্ঠি বিরোধী দলের নেতাকর্মীদেরকে বেছে বেছে গুম,

খুন ও পাইকারি হারে গ্রেফতারের মধ্য দিয়ে গোটা দেশকে

এক ভয়ঙ্কর বন্দিশালায় পরিণত করেছে। অবৈধ সরকার

প্রতিহিংসামূলকভাবে শীর্ষ নেতাদেরকে আটকে রেখে

ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে। বিবৃতিতে বেগম

খালেদা জিয়া বলেন, আমরা এক অদ্ভুত হীরক রাজার

দেশে বাস করছি। যেখানে এক ব্যক্তির খেয়ালখুশিতেই

দেশ চলছে। যেখানে কারো সত্যের পক্ষে কথা বলার

অধিকার নেই।

বেগম জিয়া আরো বলেন, বিরোধী দলকে ধ্বংস করতে

অবৈধ এ সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ

দেখবে না। আওয়ামী লীগ কখনোই মানুষের মনের ভাষা

বোঝার চেষ্টা করেনি। কারণ আওয়ামী লীগের ঐতিহ্যই

হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা প্রদর্শন।

স্বৈরাচারী নীতির কারণেই অতিতে  তাদের পরিণতি

ভালো হয়নি, ভবিষ্যতেও হবে না। নেতাদের গ্রেফতার

করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না বরং

আন্দোলন আরো শক্তিশালী হবে।

উল্লেখ্য, আজ রকিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী

কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির

সদস্য সচিব আব্দুস সালাম রাজধানীর রমনা থানার ৩

মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ

আদনানের আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের

জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

Spread the love