শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধার জেলা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

অনুকুল পরিবেশ না থাকায় এবং নদ-নদী, জলাশয় শুকিয়ে যাওয়ার কারণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির দেশীয় মাছ। ফলে প্রতি বছর গাইবান্ধা জেলার সাত উপজেলায় দেশীয় মাছের চাহিদার ঘাটতি থেকে যাচ্ছে।

 

এ এলাকায় অধিক পরিমাণে অভয়াশ্রম তৈরী করা হলে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছের বংশ বিসত্মারের পাশাপাশি ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

 

জানা যায়, ইতিমধ্যে খাল-বিল, নদী-নালা থেকে হারিয়ে যাচ্ছে বাইম, মাগুর, কৈ, শৈল, ফলই, খলিসা, বেলে, চাঁদা, পাবদা, পুঁটি, টেংরা, রইনা, মলুঙ্গি, বাটা, কালবাউশ, আইড়, বাঁশপাতা, গুলশা, চেলা, টাকিসহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছ।

 

আবাসস্থল ও প্রজনন ক্ষেত্র সংকচিত এবং অনুকুল পরিবেশের অভাবে বিলুপ্তির পথে দেশীয় প্রজাতির এসব মাছ। ফলে হাট বাজারগুলোতে দেশীয় মাছের আকাল পড়েছে।

 

এদিকে ঘাঘট নদী শুকিয়ে নব্রতা হারার ফলে দেশীয় মাছের আবাসস্থল নষ্ট হচ্ছে। আমাদের এ দেশীয় মাছগুলোকে রক্ষা করতে হলে খাল-বিল, নদী-নালার নব্রতা ফিরিয়ে আনতে হবে এবং অভয়াশ্রম তৈরী করে দেশীয় মাছ চাষের উদ্যোগ গ্রহণ করতে হবে।

Spread the love