শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গাইবান্ধায় গত ৫ বছরে লক্ষাধিক ভোটার বৃদ্ধি

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

গাইবান্ধা জেলায় গত ৫ বছরে ১ লাখ ১ হাজার ৪৫ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে ৫৫ হাজার ৪৫৯ জন পুরুষ এবং ৪৫ জন ৫৮৬ জন মহিলা। হালনাগাদ মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১ হাজার ৪২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৬৮৪ জন এবং ৮ লাখ ২১ হাজার ৩৫৮ জন নারী। ২০০৮ সালে ১৪ লাখ ৯৯ হাজার ৯৯৭ জন ভোটার ছিলেন। এরমধ্যে ৭ লাখ ২৪ হাজার ২২৫ জন পুরুষ এবং ৭ লাখ ৭৫ হাজার ৭৭২ জন মহিলা।

 

দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলায় ৫ আসনের মধ্যে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাবিব মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘোষণার অপেক্ষায়। এবারে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ), গাইবান্ধা-২ (সদর), গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ চারটি আসনে মোট ভোটার রয়েছে ১৩ লাখ ২১ হাজার ২৪৭ জন। এরমধ্যে গাইবান্ধা-১ আসনে ৩ লাখ ২ হাজার ৮৫৩ জন, গাইবান্ধা-২ আসনে ২ লাখ ৯৬ হাজার ১ জন, গাইবান্ধা-৩ আসনে ৩ লাখ ৬৯ হাজার ৭৯৭ জন এবং গাইবান্ধা-৪ আসনে ৩ লাখ ৫২ হাজার ৫৯৬ জন। এ আসনগুলোতে এবার ভোটার বেড়েছে মোট ৮৫ হাজার ৪২ জন।

Spread the love