শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিজয় দিবস পালিত

জিল্লুর রহমান মন্ডল পলাশ, গাইবান্ধা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাইবান্ধায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় স্থানীয় স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম রোহেল। সেখানে ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপেস্ন প্রদর্শনে ওইসব সংগঠনের সদস্যরা অংশ নেয়। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, শিশু একাডেমিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মো. জহুরম্নল ইসলাম রোহেল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, ফরহাদ আব্দুল্যাহ হারম্নণ বাবলু, নাজমুল আরেফিন তারেক প্রমূখ। এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় স্টেডিয়ামে বিকেলে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় আসাদুজ্জামান বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয় মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা।

Spread the love