শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গোদাগাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

 

Godagariগোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ 

 

রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় সংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার উদ্দ্যেগে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও কেক কেটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার উদ্দ্যেগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর ডাইংপাড়া মোড়ের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ খালিদ হোসেন, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোকাদ্দেম আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সম্পাদক এসএম বরজাহান আলী পিন্টু এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জাতীয় সাংবাদিক সংস্থার ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা হয়। পরে জাতীয় সাংবাদিক সংস্থা গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি সেলিম সানোয়ার পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক আহসান হাবিব, অর্থ সম্পাদক আশরাফ বাবু, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ভোরের ডাকের গোদাগাড়ী সংবাদাদাতা শরিফুল ইসলাম, জাতীয সাংবাদিক সংস্থা উপজেলা শাখার অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুল মালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সফিকুল ইসলাম, নির্বাহী সদস্য অধ্যাপক পিয়ারুল ইসলাম, অধ্যাপক সুলতান আহম্মেদ, আব্দুল খালেক, রিমন রহমান, ইসমাইল হোসেন, খাইরুল ইসলাম প্রমূখ।

Spread the love