শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামীণ শ্রী নারী উন্নয়ন সংস্থার মানববন্ধন কর্মসূচী পালিত

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার গতকাল শুক্রবার দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখে জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। ‘‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’- এই শ্লোগানকে সামনে রেখে গ্রামীণ শ্রী নারী উন্নয়ন সংস্থা, ক্ষেত্রীপাড়া, দিনাজপুর এর নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে। গ্রামীণশ্রী নারী উন্নয়ন সংস্থার ক্ষেত্রীপাড়া, দিনাজপুরের সভানেত্রী শিখা সরকার মানববন্ধন কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে বলেন, পুরুষশাসিত সমাজে নারীরা সারাজীবন অবহেলার পাত্রী হিসাবে গণ্য হয়েছে। এখন নারীরা অনেক সচেতন এবং জাগ্রত। তারা তাদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা রাখছে। দেশের সার্বিক উন্নয়নে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধির বিষয়ে সকল নারীকে এক হয়ে পুরুষদের পাশাপাশি প্রতিযোগিতায় টিকে থাকতে হবে।

Spread the love