শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রীষ্মকালিন সুস্বাদু ফল তরমুজ

মোঃ আব্দুল্লাহ আল মামুন পার্বতীপুর,( িদনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরের বাজারে গ্রীষ্মকালিন সুস্বাদু ফল তরমুজ মৌসুমের আগে বসনন্ত কালেই উঠেছে৷ মার্চের শেষ থেকে পার্বতীপুর শহরের বাজার গুলোতে এ মৌসুমের ফল তরমুজ উঠেছে৷ রেলপার্ক বাজার আহাম্মদ আলী ফল ভান্ডার ও শহীদমিনার রোডের মৌসুমি ফল দোকানে প্রথম তরমুজ দেখা যায়৷

গ্রীষ্মকালিন রসালো এই ফলটি সিরাজগঞ্জ থেকে এসেছে বলে জানান আহাম্মদ আলী ফল ভান্ডারের স্বত্বাধিকারী মো. আহাম্মদ আলী৷ প্রথম দিকে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে আজ বৃহস্পতিবার ২০-৩০ টাকা দরে তরমুজ বিক্রি হচ্ছে৷ একটি তরমুজ ৫ কেজি হতে ৯ কেজি ওজন পর্যন্ত হয়েছে বলে তিনি জানান৷

মো. আহাম্মদ আলী আরো জানান, তবে পার্বতীপুরের উত্পাদিত স্থানীয় তরমুজ বাজারে আসতে আরো এক মাস সময় লাগতে পারে৷ এপ্রিলের শেষে স্থানীয় তরমুজ বাজারে আসবে বলে তিনি জানান৷

তরমুজ প্রচন্ড গরমে খেলে যেমন তৃষ্ণা মেঠায় তেমনি স্বাদ পাওয়া যায়৷ এই ফলটি শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষের কাছেই খুবই প্রিয় ফল হিসেবে পরিচিত৷

পার্বতীপুর সহ দিনাজপুর জেলার বীরগঞ্জ, বিরল, চিরিরবন্দর, খানসামা, কাহারোল উপজেলায় তরমুজ আবাদ করা হয়৷ তবে সবচেয়ে বেশী তরমুজ আবাদ হয় বীরগঞ্জ উপজেলায়৷

 

Spread the love