শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শাওন হাসকিং মিলের অর্থ অনুদান ৫ মাসেও পায়নি

দিনাজপুর প্রতিনিধি : ঘোড়াঘাটে বৈদুতিক শর্ট সার্কিটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ শাওন হাসকিং মিলের ক্ষতি পূরনের অর্থ ৫ মাসেও  অনুদান না পাওয়ায় প্রতিষ্ঠানটি পথে বসার উপক্রম হয়েছে।  গত ২৯/০৩/১৪ইং দিবাগত রাত অনুমান ৩টার সময় ঘোড়াঘাট পৌরসভার ১নং ওয়ার্ডের অবস্থিত মেসার্স শাওন হাসকিং মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত কারনে মিল ও গোডাউনে আগুন ধরে যায়। এমতবস্থায় স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসনসহ মিল ঘরের আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরবর্তীতে ফুলবাড়ীর দমকল বাহিনী এসে বিরামপুর জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপকের উপস্থিতিতে পে­জ গোডাউন দুইটিসহ মিল ঘরের আগুন দুই ঘন্টা চেষ্টা চালানোর পর নিয়ন্ত্রনে আনে। উক্ত গোডাউন দুইটিতে সরিষা ও ভূট্টা পে­জ ধানের ঋণের অর্থে ক্রয় করে মজুদ রাখা হয়েছিল। যার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকার উর্ধ্বে। পরবর্তীতে ফনিক্র্ ইন্সুরেন্স কোম্পানীর দিনাজপুর শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান তৎক্ষনিক ভাবে আগুন লাগার বিষয়টি পরিদর্শন করে যান। গত ৩১/৩/১৪ইং তারিখে পুনরায় শাখা ব্যবস্থাপক মাসুদুর রহমান ওসিটি ইন্সপেকশন কোম্পানী সার্ভেয়ার সহ ক্ষয়ক্ষতি পরিদর্শন করে যান। পরে দিনাজপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালকসহ একটি তদন্ত টিম শাওন হাসকিং মিলে আসেন এবং গোপনে ও প্রকাশ্যে আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করেন। তিনি একটি ফায়ার রিপোর্ট মিল মালিকের নিকট প্রদান করেন। ফোনিক্র্ ইন্সুরেন্স কোম্পানীর চাহিদা মোতাবেক সমস্ত কাগজপত্র প্রদান করা হইলেও পাঁচ মাস অতিবাহিত হইলেও ইনসুরেন্স কোম্পানী মিলটির ক্ষয়ক্ষতি পূরনের অর্থের সুরাহ না করায় প্রতিষ্ঠানটি পথে বসার উপক্রম হয়েছে।

Spread the love