শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাল্য বিবাহ বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নে ৩৪জন স্কুল ছাত্রীর বাল্য বিবাহ হয়েছে। এতে স্থানীয় প্রশাসন উদ্বিগ্ন হয়েছেন। বাল্য বিবাহ বন্ধের আইন থাকলেও ছাত্রীর অভিভাবকেরা আইনের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে তাদের নাবালিকা কন্যাকে বিবাহ দিচ্ছে। অভিভাবকরা কন্যার ভূঁয়া জন্ম নিবন্ধন সনদপত্র সংগ্রহ করে কাজ আসছে। গত ৬ মাসে ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ৩৪জন ছাত্রীর বাল্য বিবাহ হয়েছে। এরা হলো ৬ষ্ঠ শ্রেনীর- ঋতু খাতুন, সুন্দরী মার্ডীপ, সুনিয়া আক্তার, সাহানাজ আক্তার, ৭ম শ্রেনীর- নিতু আক্তার, রিমা খাতুন, সরিফা খাতুন, ৮ম শ্রেনী- শ্রাবণী আক্তার, সাহানাজ আক্তার, রওজা খাতুন, বুলবুল আক্তার, সম্পা খাতুন, শহিদা আক্তার, রূপালী আক্তার, হ্যাপি খাতুন, শাপলা খাতুন, কৃষ্ণারানী, ৯ম শ্রেনীর- শিরিনা খাতুন, হেলানা খাতুন, সুমি আক্তার, তমা খাতুন, মরিয়ম খাতুন, বেবী খাতুন, মনিরা খাতুন, শাকিলা আক্তার, তন্নী আক্তার, অহেদা খাতুন। ১০ম শ্রেনীর- শারমিন খাতুন, সিমা আক্তার, নাদিনা আক্তার, শাপলা খাতুন, লাকী আক্তার।

 

Spread the love