শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বয়স্ক ভাতার টাকা ভাতাভোগীর নম্বরে না দিয়ে অন্য নম্বরে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বয়স্ক ভাতার টাকা ভাতাভোগীর নম্বরে না দিয়ে অন্য নম্বরে দেয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর ০৬ নং ওয়ার্ডের চককাঁঠাল গ্রামের ফারাজ আকন্দের স্ত্রী মনোয়ারা বেগম এর ঘোড়াঘাট সমাজসেবা অফিস থেকে বয়স্ক ভাতার কার্ড করা হয়। ওই ভাতাভোগীর কার্ডে তার মোবাইল নম্বর দেয়া হয়। এ ভাতাভোগীর কার্ড করার পর থেকে ঘোড়াঘাট সমাজসেবা অফিস থেকে ৯ হাজার টাকা পর্যায়ক্রমে মনোয়ারা বেগমের মোবাইল নম্বরে টাকা না দিয়ে অন্য ভুল মোবাইল নম্বরে দেয়া হয়। ভূল মোবাইল নম্বর- ০১৭০৫৮০৮৭৮২। এ মোবাইল নম্বরে কল দিয়ে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঘোড়াঘাট সমাজসেবা অফিসার মনজুর মোরশেদ খান এর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ভিডিও কনফারেন্সে আছেন বলে জানান।

Spread the love