শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারনা তুঙ্গে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

Upjalaদিনাজপুর প্রতিনিধি : আর মাত্র ৩দিন আগামী ২৭ ফেব্রুয়ারী দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দিনাজপুরের ঘোড়াঘাটে শেষ মুহুর্তে নির্বাচনী প্রচারনা তুঙ্গে। নির্বাচনী প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। নির্বাচনী জয়ের প্রত্যাশা নিয়ে অস্তিত্বের লড়ায়ে নামছেন দল ও জোটের ১৪ পদ প্রার্থী। প্রাথীদের পোষ্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে পুরো উপজেলা। মাইকিং এর সাথে প্রতিশ্রুতির ছড়া ও গান তৈরী করে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছে। হাট বাজার, চায়ের দোকান, মাঠে ঘাটে সর্বত্র ভোটের ইমেজ লক্ষ্য করা গেছে। প্রার্থীরা দল ও জোটের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দীতায় নামছেন। চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী সহ তিন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে ১৪ দলীয় ও ১৯ দলীয় জোটের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা (মোটর সাইকেল প্রতীক), বিদ্রোহী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী (আনারস প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিনএনপি থেকে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী (টেলিফোন প্রতীক), বিদ্রোহী প্রার্থী উপজেলার খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তি পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ (কাপ-প্রিচ প্রতীক) ও ১৪ দল এর শরীক দল দিনাজপুর জেলা সাম্যবাদী দলের আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন (ঘোড়া প্রতীক)। ভাইস চেয়ারম্যান পদে ১৯ দলীয় জোটের তিনজন প্রার্থী। এর মধ্যে উপজেলা যুব দলের সভাপতি শরীফ উদ্দিন (টিউবওয়েল প্রতীক), পৌর যুবদল সভাপতি ফরিদ আলম (মাইক প্রতীক), বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর আলমগীর হোসেন (উড়োজাহাজ প্রতীক), আওয়ামীলীগ থেকে একক প্রার্থী প্রভাষক মাহফুজার রহমান (চশমা প্রতীক), জাতীয় পার্টির উপজেলা আহবায়ক সেদাদুল হক পলাশ (তালা চাবি প্রতীক), বিদ্রোহী প্রার্থী কাজী আবু সায়াদ আহম্মেদ চৌধুরী (বই প্রতীক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগ থেকে মহিলা সভানেত্রী মাজেদা বেগম (কলস প্রতীক), রুসিনা সরেন (প্রজাপতি প্রতীক) ও বিএনপির প্রার্থী ফেরদৌসী বেগম বিলকিস (হাঁস প্রতীক)। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ৩৯ হাজার ৮৩৪ জন ও মহিলা ৩৮ হাজার ৭৬১ জন। এ সব প্রার্থীরা দল ও জোটের সমর্থন নিয়ে এবং প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। তারা নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন। নির্বাচনী প্রচার প্রচারনায় ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ তিনটি পদে প্রার্থীদের মাঝে হাড্ডা হাড্ডি লড়াই হবে।

Spread the love