শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে সবজি চাষে কৃষকের ভাগ্যোন্নয়ন

ঘোড়াঘাট থেকে মোঃফরিদুল ইসলামঃ দিনাজপুর জেলার ঘোড়াঘাটে দুটি গ্রামের শতশত কৃষক একে অপরের দেখাদেখিতে সবজি চাষ করে ব্যাপক সফলতা অর্জন করে সবজি চাষের এক অনুপম মডেল স্থাপন করেছেন।

। আত্নপ্রত্যয়ী ওইসব কৃষক স্বাবলম্বী হয়ে উঠেছেন। তাদের এ সাফল্যগাথা সবজি চাষ দেশের বেকারদের পথ দেখাবে ।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের সবজি গ্রাম কুন্দরামপুর ও কুচের পাড়া এ দুটি গ্রামের যেদিকেই তাকানো যায় সেদিকেই চোখে পড়ে অসংখ্য সবজি ক্ষেত। দিনভর নারী পুরুষকে ওই সবজির ক্ষেতে সবজি গাছের পরিচর্যা , সবজি তোলা ও পরিষ্কারের কাজ করতে দেখা যায়। ঘোড়াঘাট উপজেলাসদর থেকে ৩ কিলোমিটার পশ্চিমে ঐতিহাসিক সুজামসজিদের পাশদিয়ে হিলিস্থল বন্দরে রাস্তার দু‘পাশে সবজিতে ভরপুর শ্যমল গ্রামদুটি চোখে পড়ে। গ্রামের চাষিরা জানান ,সবজি চাষি ফজর আলী সাড়ে সাত বিঘা জমিতে সবজির আবাদ করে প্রতি বিঘায় উৎপাদিত সবজি বিক্রি করে আয় করেছেন প্রায় ৫০হাজার টাকা । আনুষঙ্গিক সকল ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫হাজার টাকা। সে হিসাবে সবজি চাষ করে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ হাজার টাকা হিসাবে সাড়ে তিন বিঘা জমিতে ৭৫ থেকে ৯০হাজার টাকা ওই সবজি চাষির ঘরে উদ্বৃর হিসাবে থেকে যাচ্ছে। অন্য কোন কাজ বা অন্য ফসল ফলিয়ে ওই বিপুল পরিমাণ উদ্বৃর টাকা আয় করা সম্ভব নয়। অত্যমত্ম লাভজনক হওয়ায় সামনের দিনে ওই সবজি চাষির মতো গ্রামবাসী আরও অনেক বেশি জমিতে সবজি চাষের আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্যমতে , অতীতে আমাদের বেশি দাম দিয়ে বাইরে থেকে সবজি কিনে আনতে হতো । কিন্তুু সবজি চাষের ব্যাপক উদ্যোগ গ্রহণের পর এলাকায় চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি হচ্ছে। ফলে এলাকাবাসী ও এলাকার সবজি চাষিরা লাভবান হচ্ছেন। ভবিষ্যতে সবজি চাষের পরিধি আরও বৃদ্ধির ব্যাপারে এলাকার কৃষকদের বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। সবজি চাষিরা জানান , অত্যমত্ম লাভজনক হওয়ায় ওই দুই গ্রামে বেগুন , ফুলকপি , বাধাকপি , পালংশাক ,মরিচ ,ধনেপাতা, আলুসহ বিভিন্ন ধরনের সবজির চাষ করা হচ্ছে। ওই সবজি চাষের মাত্রা দিনদিন বেড়েই চলেছে। সবজি চাষিরা তাদের উৎপাদিত সবজি উপজেলার বিভিন্ন এলাকা ও উপজেলার বাইরে পাইকারিভাবে বিক্রি করছে। সবজি চাষিদের মতে, দেশের বেকার ও পরনির্ভরশীল লোকেরা তাদের এ পেশা অনুকরণ করে বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হয়ে উঠবেন- এটাই তাদের প্রত্যাশা।

Spread the love