শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে স্কুল ছাত্র ভ্যান চালক

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি ঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে এ শিশু এই বয়েসে যাওয়ার কথা ছিল স্কুলে, কাঁধে থাকার কথা ছিল বই, খাতা, কলমের ব্যাগ, আজ পরিবারে অভাবের কারনে সে জীবনের ঝুকি নিয়ে খর বোঝায় ভ্যান নিয়ে খর বিক্রি করে সংসার চালায়। এখন সে বয়ে বেড়াছে বাবা মার সংসারের বোঝা। তবু থেমে নেই তার লেখা পাড়া, সংসারে চাহিদা মেটাতে গিয়ে আজ ভ্যান বোঝায় খর নিয়ে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করে তার বাবার সংসারের হাল ধরছে। সংসারের চাহিদা মেটোনোর পর যে টুকু সময় পায় কাজের ফাকে স্কুলে লেখা পড়া করেন । সংসারে অভাব অনটনের কারনে শিশুরা লেখাপড়া বাদ দিয়ে বিভিন্ন ঝুকি পুর্ন কাজে লিপ্ত হচ্ছে। উৎসব সাহা (১০) নামে এ ছাত্র নিজের জীবনের ঝুকি নিয়ে খর বোঝায় ভ্যান চালিয়ে যাচ্ছে। সে ঘোড়াঘাট কে সি স্কুল এন্ড কলেজের ৬ ষ্ঠ শ্রেণী ছাত্র। ঘোড়াঘাট পৌরসভার শ্রী উজ্জল সাহার ছেলে।

Spread the love