বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের কতিপয় শিক্ষকের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের ৩জন শিক্ষক কর্তৃক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে গতকাল বেলা ১২টায় ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজের অফিস কার্যলয়ে এক সাংবাদিক সম্মেলন করেছে। এতে অধ্যক্ষ মিজানুর রহমান মিজুর উপস্থিতিতে ৪০জন শিক্ষকের প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, অত্র কলেজের ৩জন শিক্ষক কর্তৃক শিক্ষাঙ্গনে অসযোগ, অপতৎপরতা ও মিথ্যা চারিতার অপ প্রয়াস করাসহ কলেজের ছাত্রীদের সঙ্গে অসৎ আচারণ করাসহ শিক্ষকদের মধ্যে গ্র“প সৃষ্টি করে কলেজের পাঠদানে বাহত করছে। এছাড়াও কলেজের সার্বিক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকদের নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করাসহ অপকৌশল অবলম্বন করে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে ওঠে পড়ে লেগেছেন। এই কলেজের শিক্ষক কর্মচারী প্রায় ৭০জন। তাদের অধিকাংশই শিক্ষক বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। অথচ এই গুটি কয়েক অশিষ্ট, ধৃষ্ট, ষড়যন্ত্র বপনকারী শিক্ষক মোঃ সুজা মিয়া, আব্দুস ছালাম ও আনোয়ার হোসেন। কুচক্রী ৩জন শিক্ষক তাদের চক্রান্তের বিরুদ্ধে সকল শিক্ষক এবং কর্মচারীর পক্ষে স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনসহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Spread the love