বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর দারুল ইসলাম আলিম মাদ্রাসায় গত ২১ অক্টোবর বুধবার দুপুরে ‘‘সবাই মিলে ঐক্য গড়ি, শিশু বিবাহ বন্ধ করি’’ এ প্রতিপাদ্য নিয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে এবং সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আববাস আলীর সভাপতিত্বে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছা. হালিমা বেগম, এসইউপিকে’র কমিউনিটি ফ্যাসিলিটেটর অজিত কুমার রায়, প্রভাষক ফিরোজ আহম্মেদ, পিএইচআর প্রোগ্রামের সোসাল ওয়ার্কার আর্জিনা বেগম প্রমূখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে বাল্যবিবাহের কুফল সম্পর্কে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সামিরার গল্প ও কুসুমের আত্নকথা নামে দু’টি নাটক প্রদর্শিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Spread the love