শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে আন্তর্জাতিক নারী দিবস পালন

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: ‘‘নারীর ক্ষমতায়ন মানবতার বাস্তবায়ন’’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে গত ৮ মার্চ রবিবার সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলায় র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদ্যাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিরিরবন্দর মহিলা কলেজের সম্মুখে এক মানববন্ধন করে।

দিবসটি উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মো. নূর আলম সরকার দুলু, মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোবারক হোসেন, সমাজসেবা কর্মকর্তা মইনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় পরিসংখ্যান কর্মকর্তা আজাদুল আকতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন হোসেন, চিরিরবন্দর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারা বেগম, এসইউপিকের প্রোগ্রাম অফিসার হেমন্ত কুমার রায়, ল্যাম্বের প্রোগ্রাম অফিসার জাহিদুর রহমান, সিটিএস’র প্রোগ্রাম অফিসার সুব্রত কুমার, সিটিএ’র প্রোগ্রাম অফিসার আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ব্র্যাকের আয়োজনে অনুরুপ এক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

Spread the love