শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ৩

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ৩ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে দিনাজপুর সদর হাসপাতালে ভ্যাকসিন নেয়ার জন্য ভর্তি হয়েছে।

জানা গেছে, গত ২৭ জুন সোমবার সকাল ৮টায় উপজেলার বেলতলীবাজারের পার্শ্বে মাদ্রাসা শিক্ষক ও ওষধ ব্যবসায়ী তাজউদ্দীনের মেয়ে একাদশ প্রথম বর্ষের ছাত্রী তানিয়া (১৬) কে একটি পাগলা কুকুর কামড় দেয়। একইদিন প্রমিস রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সামনে সকাল ১১টায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে আব্দুলপুর গ্রামের মনজের আলীর মেয়ে ওই স্কুলের শিশু শ্রেণির ছাত্রী মরিয়ম আকতার (৬) এবং ওইএলাকার পারভেজ ও ইব্রাহিমকে ওই কুকুরটি কামড়ে দিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করান। স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এবং কুকুরটিকে হত্যাসহ এলাকার সব কুকুরগুলোকে হত্যার দাবী জানিয়েছেন।

Spread the love