শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে দূর্নীতি প্রতিরোধে বির্তক প্রতিযোগিতা

Cninirbondorমো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দূনীর্তি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গত ২৭ মার্চ বৃহস্পতিবার উপজেলা বঙ্গবন্ধু হলে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ‘‘দূনীর্তি অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বাঁধা’’ প্রতিপাদ্যের ওপর এক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম আরিফ মাহফুজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, একাডেমিক সুপারভাইজার এসএম শারাফাত হোসেন এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। প্রতিযোগিতায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন নির্বাচিত হয় এবং রানার্স আপ হয় চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তৌহিদা বুলবুল মৌরী। এ সময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন।

Spread the love