শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পররাষ্ট্রমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে মসজিদ মন্দির ও নির্বাচনকালীন সহিংসতায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত ৫ জুলাই শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আয়ুবুর রহমান শাহ্, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে ৪৬জন ব্যক্তির মধ্যে ১লাখ ৩৩হাজার, ধর্ম মন্ত্রণালয় প্রদত্ত ৬টি মসজিদে ৬০ হাজার ও ২টি মন্দিরে ৬৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। বিকাল ৫টায় চিরিরবন্দর দলীয় অফিসে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি নির্বাচনকালীন সহিংসতায় প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার শ্যামলী চক্রবর্তী, এমাজউদ্দীন ও ফনিভূষণ রায়কে ১লাখ ২০হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও মন্ত্রী নশরতপুর, ইসবপুর, আউলিয়াপুকুর ইউনিয়নে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও দলীয় নতুন অফিস উদ্বোধন শেষে দলীয় ইফতার মাহফিলে যোগদান করেন।

Spread the love