শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পারিবারিক শত্রুতার যের ধরে গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ। মামলা দায়ের

দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দরে পারিবারিক শত্রুতার যের ধরে গৃহবধুকে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। এখনও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইসুফপুর ইউনিয়নের দগরবারী গ্রামের মোতালেব হোসেনের সংগে প্রতিবেশী গোফফার আলীর দীর্ঘ দীনের বিরোধের জের ধরে গত ২৩ জুন সোমবার দুপুরে গোফফার আলীসহ তার পরিবারের সদস্যরা একতাবদ্ধ হয়ে মোতালেব হোসেনের স্ত্রী লিপি আক্তারকে (৩০) একাকী পেয়ে তার বাড়ীতে প্রবেশ করে বেদম মারপিট করে এবং গলায় চাকু দিয়ে কেটে দেয়। এ সময় প্রতিবেশী গন এগিয়ে এলে গোফফার আলী তার সহযোগীরা মোতালেব হোসেনের বাড়ীর মালামাল ভাংচুরসহ লুটপাট করে । প্রতিবেশীগন আহত লিপি আক্তারকে চিরিরবন্দর স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করে। এ ঘটনায় লিপি আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে গোফফার আলী ও তার লোকজনেরা মামলা তুলে নিতে মোতালেব সহ তার স্ত্রীকে হুমকী দিচ্ছে।

 

Spread the love