বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে প্রাথমিক শিক্ষা বিষয়ক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি : গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে চিরিরবন্দর উপজেলার প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং জেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্রাথমিক ও শিক্ষা বিষয়ক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার মোঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা উপজেলা ভাইস চেয়ারম্যান সালমা খাতুন। প্রকল্প বিষয়ক উপস্থাপনা করেন জেএসকেএস এর শিক্ষা সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন। সভা পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু হেনা মোস্তফা কামাল। বক্তারা শিক্ষার বর্তমান অবস্থা বিশ্লেষন, সমস্যাগুলো চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানের কৌশল নিরুপন বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন শতভাগ শিশু ভর্তি এবং বাল্য বিবাহ রোধে শিক্ষাকদের আরও আন্তরিক হতে হবে। শিক্ষার মান উন্নয়ন ঘটাতে হলে শিক্ষক অভিভাবকবৃন্দকে এগিয়ে আসতে হবে। যে শিশুরা প্রি স্কুল হয়ে ১ম শ্রেণিতে আসে তারা ভাল করে। আগামীতে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে ভর্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।

Spread the love