বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ভ্রাম্যমান আদালতে ৩ মহিলার কারাদন্ড

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর পল­ীতে ভেজাল জুস তৈরীর সাথে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলাকে এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে আলমগীর হোসেনের বাড়িতে গড়ে ওঠা নাদিম ফুড পো্রডাক্টসে ভেজাল ও নকল জুস, আইসক্রীম ও কোমল পানীয় তৈরীর সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌছে কারখানার শ্রমিক উম্মে আতিয়া (১৮) হাসিনা বেগম (২৮) ও উম্মে কুলসুম (২৫)কে আটক করে সংশি­ষ্ট আইনে ভ্রাম্যমান আদালতে এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করে কারখানাটি সীলগালা করেন। কারখানার শ্রমিকরা আটক হলেও মূল হোতা আলমগীর পালিয়ে গেছে। অপরদিকে একইদিনে সকালে উপজেলার ঘুঘুরাতলী মোড়ের আজিজার রহমান বাবলুর দোকানে নকল শিশু খাদ্য বিক্রির অভিযোগে ১০ হাজার টাকার জরিমানা করা হয়।

Spread the love