শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে ২ বছর সশ্রম কারাদন্ড

মোছা. সুলতানা রফিক ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে এক মাদকসেবী বখাটে যুবককে ২ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

জানা গেছে গত বৃহস্পতিবার সকালে উপজেলার চিরিরবন্দর হাটখোলা গ্রামের মঈনুলের ছেলে  মাহাবুর রহমান (৩০) মায়ের কাছে গাঁজা সেবনের টাকা দাবী করে। এতে তার মা তাকে টাকা দিতে অস্বীকৃতি জানালে সে নিজ বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানার পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত হয়ে তাকে ২ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Spread the love