শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিক্ষার্থী প্রহৃত, শিক্ষক বরখাস্ত

মোছা. সুলতানা রফিকুল, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রীকে প্রহৃত করার অভিযোগে শফিকুল ইসলাম নামে এক শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়েছে।

জানা গেছে, গত ৫ মে সোমবার দশম শ্রেণির ৬ষ্ঠ পিরিয়ডে কম্পিউটার ল্যাবে কম্পিউটারের ব্যবহারিক ক্লাসে ক’জন ছাত্রী কম্পিউটার ডেক্সটপ চেয়ারে বসে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম কাকলি আরা নামে এক ছাত্রীকে বেদম প্রহার করে। ছাত্রীরা বিষয়টি তৎক্ষণাৎ প্রধান শিক্ষককে জানাতে যায়। কিন্তু প্রধান শিক্ষক ছুঁটিতে থাকায় ছাত্রীরা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নিকট ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে গত ৬ মে মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয় পরিচালনা কমিটি জরুরি ভিত্তিতে মিটিংয়ে বসে। মিটিংয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের আনীত অভিযোগ প্রমাণিত হয়। মিটিংয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে চাকুরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও ওই মিটিংয়ে সহকারি শিক্ষক সঞ্চিতা রানী রায়কে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের খাতা ছুঁড়ে ফেলা দেয়ার অভিযোগের কারণে সর্তক করে দেয়া হয়।

Spread the love