মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে শিশু সুরক্ষায় অবস্থা যাচাই

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়ন অফিসে গত ২০ অক্টোবর মঙ্গলবার সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে)’র আয়োজনে এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় শিশু অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের অধিনে শিশু সুরক্ষা বিষয়ক অবস্থা যাচাই বিষয়ে এফজিডি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিশু অধিকার ও স্বাধীনতা, অধিকার ও স্বাধীনতা, পারিবারিক পরিবেশ, বিকল্প সেবা, মৌলিক স্বাস্থ্য ও কল্যাণ, স্বাস্থ্য ও স্বাস্থ্য সেবা, শিক্ষা, বিনোদনও সাংস্কৃতিক কার্যক্রম এবং বিশেষ সুরক্ষা ব্যবস্থা বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রোগ্রাম অফিসার মো. খায়রুল আলম, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুলশী চক্রবর্তী ও অজিত চন্দ্র রায় এবং ১২ জন শিশু অংশ গ্রহণ করে।

Spread the love