শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রী অপহরনের ১২ দিনেও উদ্ধার হয়নি

দিনাজপুর প্রতিনিধি : অপহরনের ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সপ্তম শ্রেনির মাদরাসা ছাত্রী মনিরা খাতুন (১২)। এ ঘটনায় গত ১২ জুলাই অপহৃত ছাত্রীর বাবা মতিয়ার রহমান বাদী হয়ে ২ বখাটেসহ ৪ জনকে আসামী করে চিরিরবন্দর থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে। মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ৮ জুলাই সকালে উপজেলার তুলশীপুর তালপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে ও তুলশীপুর বহুমূখী দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী মনিরা খাতুন বাড়ীর পার্শ্ববর্তী পুনট্রি গ্রামের দর্জি আশা রানীর বাড়িতে ঈদের কাপড় সেলাইয়ের জন্য যাওয়ার পথে উত্তর পাড়ার মাইনুদ্দিনের বাড়ীর সামনে অপহরনকারী একই গ্রামের মোসলেম উদ্দিন ওরফে বাবুর ছেলে বখাটে আনারুল (২০) ও পুনট্রি্ গ্রামের আছান উদ্দিনের ছেলে নুর ইসলাম মোটরসাইকেল দিয়ে মনিরার গতিরোধ করে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরন করে নিয়ে যায়। এসময় মনিরার চিৎকারে এলাকাবাসী টের পেয়ে তাদেরকে আটকের চেষ্টা করেও আটক করতে পারেনি। মেয়েকে হারিয়ে মনিরার বাবা মাসহ পরিবারের সবাই এখন অর্দ্ধপাগল প্রায়। মনিরার বাবা মতিয়ার রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, হয়তো অপহরনকারীরা এতদিনে মেয়েকে দুনিয়াতে রাখে নাই। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ উদ্দিন জানান, মনিরাকে উদ্ধারের ব্যাপারে জোর তৎপরতা চালানো হচ্ছে। অপহরনকারীসহ তাদের পরিবারের সবাই পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সন্ধান পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Spread the love