বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্কুল পর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে বির্তক প্রতিযোগিতা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বাল্যবিবাহ প্রতিরোধে আইনের সঠিক বাস্তবায়নই পারে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এই প্রতিপাদ্যের ওপর স্কুল পর্যায়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ জুন মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করে সাতনালা ইউনিয়ন পরিষদ। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) পার্টনারশীপ প্রকল্প অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম শাহ্। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক শাহ্, বিশেষ অতিথি হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এসসিএমপিসি সুধীর কুমার কর, ডিএসি কাজী ফারুক হোসেন। প্রতিপাদ্যের পক্ষে সাতনালা বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে সাতনালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় সাতনালা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় বিজয়ী হয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ওই বিদ্যালয়ের ছাত্র মো. রাসেল রহমান। অনুষ্ঠানে প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ সিংহ, সহকারী শিক্ষক হাবিবুর রহমান পলাশ, কালিপদ রায় বিচারকের দায়িত্ব পালন করেন। অপরদিকে, গত ১৬ জুন সোমবার সাইতাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোকারম হোসন শাহ্র সভাপতিত্বে একই বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা সমর চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র এসসিএমপিসি সুধীর কুমার কর উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার পক্ষে খোচনা নয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং মামুনুর রশিদশ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। অনুষ্ঠনগুলোতে ইউনিয়ন দু’টিকে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনা সৃষ্টির লক্ষে আমাদের ময়না নামে নাটক মঞ্চায়িত হয়। অনুষ্ঠানগুলোতে এসইউপিকের সিএফ রাধারানী রায়, চিত্তরঞ্জন রায় এবং সার্বিক তত্ত্বাবধান করেন রাইটস এন্ড ইন পাওয়ারম্যান প্রজেক্ট কর্মকর্তা মো. খায়রুল আলম।

Spread the love