শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

Chirirbandarমোছা. সুলতানা রফিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: চিরিরবন্দর উপজেলায় যথার্থ মর্যাদা ও ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। ‘জাতীয় সংগীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১১টায় লাখো কন্ঠের সোনার বাংলা’র সাথে কন্ঠ মেলায় হাজারো কন্ঠ। মহান মুক্তিযুদ্ধে আত্নদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, শিশু ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আয়োজনে এবং এসইউপিকে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশীপ প্রকল্পের সহযোগিতায় উপজেলার নশরতপুর, সাতনালা, আলোকডিহি, তেঁতুলিয়া ও সাইতাড়া ইউনিয়নে রশি চালনা, মোরগযুদ্ধ, পাতিল ভাঙ্গা, কবিতা আবৃত্তি, রচনা-চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে এসইউপিকের নির্বাহী পরিচালক মো. মোজাফফর হোসেন, কমিউনিটি ফ্যাসিলিটেটর তুলশী চক্রবর্তী, অজিত চন্দ্র রায়, দুলাল চন্দ্র রায়, রাধারানী রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানগুলোর সার্বিক তত্ত্বাবধান করেন এসইউপিকের অধিকার ও ক্ষমতায়ন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. খায়রুল আলম। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী অফিস, ক্লাব-পাঠাগার জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসুচী পালন করে। অনুষ্ঠানগুলোকে সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিশু-কিশোরসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ দোয়ানুষ্ঠান ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Spread the love