শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ১৮ দলের অবরোধে ভাংচুর, আহত ১

Chirirbandar Photo-26.11.13মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে ১৮দলের ডাকা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসুচি চলাকালে পিকেটাররা ৫টি মটর সাইকেল, ২টি শ্যালো ইঞ্জিন চালিত টেম্পু ভাংচুর এবং মারপিটে ১ ব্যক্তি আহত হয়েছে। জানা গেছে, গত ২৬ নভেম্বর মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার ফুলবাড়ী-দিনাজপুর সড়কের আমতলীতে পিকেটাররা ৪টি মটর সাইকেল ও ১টি শ্যালো ইঞ্জিন চালিত টেম্পু এবং চিরিরবন্দর-দিনাজপুর সড়কের কারেন্টহাটে ১টি শ্যালো ইঞ্জিন চালিত টেম্পু ও ১টি মটর সাইকেল ভাংচুর করেছে। এদিকে, রাণীরবন্দরের সুইহারিবাজারে পিকেটাররা নশরতপুর ইউপি সদস্য মো. আজহার আলীকে  মারপিট করে আহত করে। অবরোধ কর্মসুচি চলাকালে রাণীরবন্দরে সৈয়দপুর-দশমাইল মহাসড়কে অবরোধকারীরা গাছের গুড়ি ফেলে মহাসড়কে চলাচল বন্ধ করে দেয়। এ অবরোধ চলাকালে ব্যাংক-বীমা, অফিস-আদালত খোলেনি। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল একেবারে নগন্য।

Spread the love