শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৪১টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : চিরিরবন্দর উপজেলার পল­ীতে এক বাড়ি থেকে ৪০টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনাটি গত রোববারউপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের কৃষ্ণ মাষ্টারপাড়ার রম্নহি দাসের বাড়িতে ঘটেছে।

রম্নহি দাসের বাড়ির রান্না ঘরের পাশে প্রতিবেশি এক মহিলা প্রথমে ১টি কোবরা সাপের বাচ্চা দেখতে। মহিলা চিৎকারে বাড়ির অন্যান্য ছুটে আসে। এ সময় উপজেলার মাষ্টারপাড়ার সাপুড়ে শ্যামল চন্দ্র রায়ের শরণাপন্ন হয়। সাপুড়ে শ্যামল বিশেষ মন্ত্রের মাধ্যমে ওই বাড়ির গর্ত থেকে এঁকে এঁকে ৪১টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার করে। শুধু তাই নয়-শ্যামল ওই বাড়ি থেকে আরো একটি ভিন্ন প্রজাতির বিশাল সাপ উদ্ধার করে। স্থানীয় ভাবে ঐ সাপকে দাড়াশ বলে। সাপের বাচ্চাগুলো ১২/১৪ ইঞ্চি লম্বা ও দাড়াশ সাপটি অমত্মত ৫/৬ ফুট লম্বা। উলে­খ্য যে, ১৬ বছর পূর্বে ভারতের কামরম্নখায় শ্যামল তার স্ত্রী শেফালী রানী রায়ের নিকট সাপ ধরার মন্ত্র শিখে।

Spread the love