শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ৭দিনের ব্লক-বাটিক বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

Chirirbandar Photoমোছা. সুলতানা রফিক, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে গত ৬ এপ্রিল উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রাণীরবন্দর ইছামতি মহিলা ডিগ্রি কলেজে ৭দিন মেয়াদী ব্লক-বাটিক বিষয়ক এক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।  সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইছামতি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি এরিয়া কো-অর্ডিনেটর শামিম আরা ডালিয়া, ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর উম্মে কুলসুম বেবী, জেলা যুব উন্নয়ন কার্যালয়ের প্রশিক্ষক নাজমুন নাহার, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদ উল আলম, যুগ্ম- সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১৫জন পারিবারিক সহিংসতার শিকার নারীসহ ৪০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন

Spread the love