শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দর উপজেলায় ভিক্ষুক পুণর্বাসন কার্যক্রমের ভিক্ষাবৃত্তি নিরসনে ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ

কাশী কুমার দাশ, স্টাফ রিপোর্টার ॥ মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে), বালুবাড়ী, দিনাজপুর এর আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায়  সোমবার এমবিএসকে ইসবপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচী কর্তৃক আয়োজিত ভিক্ষুক পুণর্বাসন কার্যক্রমের ভিক্ষাবৃত্তি নিরসনে ক্ষুদ্র ব্যবস্থা উপকরণ বিতরণ অনুষ্ঠানে  ২জন ভিক্ষুককে পুণর্বাসনের নিমিত্তে গাভী নিমিত্তে, চার্জার ভ্যান, কসমেটিক্স ব্যবসার পণ্য ক্রয়, জমি বন্ধক, গাভী রাখার ঘর মেরামত করে দেওয়া হয়। প্রতিজন ভিক্ষুককে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার সমপরিমাণ উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে ০৯টি ওয়ার্ডের ৯জন কাউন্সিলর ও ০৩ জন মহিলা কাউন্সিলরসহ সর্বমোট ৪০০জন লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ মঈনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার, চিরিরবন্দর, দিনাজপুর বলেন যে, ভিক্ষুক পুণর্বাসন একটি সামাজিক উন্নয়নমূলক কাজ। তবে ভিক্ষুক পুণর্বাসন শুধু ০২ জনের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না। ইসবপুর ইউনিয়ের সকল ভিক্ষুকদের পুণর্বাসন করার নিমিত্তে তিনি নির্বাহী প্রধানকে তাগিদ দেন এবং তিনি উক্ত কর্মসূচীর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা মোঃ মমিনুল ইসলাম, সেক্টর কমান্ডার এবং আবু হায়দার লিটন, চেয়ারম্যান, ৪নং ইসবপুর ইউনিয়ন, চিরিরবন্দর, দিনাজপুর বলেন যে, ইসবপুর ইউনিয়নে এ ধরনের কর্মসূচীর জন্য তিনি আনন্দিত তবে ভিক্ষুক পুণর্বাসন করলেই নয় তার সাথে উক্ত কর্মসূচী বাস্তবায়নের জন্য ইসবপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচীর সকল ষ্টাফদের মনিটরিং নিশ্চিত করতে বলেন। অনুষ্ঠানে সভাপতি রাজিয়া হোসেন, নির্বাহী প্রধান, এমবিএসকে, বালুবাড়ী, দিনাজপুর জানান যে, সমৃদ্ধি কর্মসূচীর সদর উপজেলার শশরা ইউনিয়নে মোট ১০ জনকে দশ লক্ষ টাকার সমপরিমাণ ক্ষুদ্র ব্যবসার উপকরণ সরবরাহ করা হয়। শুধু হাতাই নয় এই কর্মসূচীর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচনের জন্য জীবনমান উন্নয়ন, সম্পদ সৃষ্টি ইত্যাদি কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। তিনি আরও জানান পরবর্তিতে পিকেএসএফ এর সহযোগিতা সম্প্রসারিত হলে ভিক্ষুক পুণর্বাসনের সংখ্যা বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন কো-অর্ডিনেটর, এমবিএসকে, সমৃদ্ধি কর্মসূচী।

Spread the love