শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চিরিরবন্দর যৌথবাহিনীর অভিযানে আটক-০৮

মো: রফিকুল ইসলাম রাণীরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের আজ বুধবার ভোর ৪ টার দিকে জেলার জামায়াত-শিবিরের ঘাটি চিরিরবন্দরের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী সদস্যরা অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৮  জনকে আটক করেছে  ।

জেলা পুলিশ সুপার মোঃ রুহুল আমিনের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, বিজিবির প্রায় সাড়ে ৩ শত সদস্য উপজেলার রানীরবন্দরে রাতভর ব্যাপক অভিযান চালিয়ে নশরতপুর এতিমখানা ডাঙ্গাপাড়ার মৃত আহাদ আলীর পুত্র আব্দুল কাফি (৪৯), রানীপুর হ্যাঙ্গাপাড়ার মোসলেম উদ্দিনের পুত্র সামসুল আলম (৩৫), নশরতপুর মাছুয়া পাড়ার মৃত মনজের আলীর পুত্র মুক্তার হোসেন (২৫), রানীপুর এলাকার বদিউজ্জামানের পুত্র মোয়াজ্জেম হোসেন (২৯), মোসলেম আলীর পুত্র হামিদুল হক (৩০), মৃত বিলাত আলীর পুত্র বদিউজ্জামান (৫৬), নশরতপুর বালাপাড়ার মৃত আব্দুল হালিমের পুত্র আব্দুল ওয়াদুদ (৬০) ও ওবাইদুর রহমানের পুত্র সোহেল রানা (১৯) আটক করে। আটককৃতদের সন্দেহজনকভাবে বিস্ফোরক উপাদানাবলি আইন ১৯০৮ (সংশোধনী/২০০২) এর ৩ ধারা মোতাবেক চিরিরবন্দর থানার ফজলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Spread the love