বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলাহাটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

আপেল বসুনীয়া, চিলাহাটি (নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে প্রাথমিক কিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়,জেলার চিলাহাটির নিজ ভোগডাবুড়ী কাঁঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার আলী রাজা বিদ্যালয়টিতে যোগদানের পর থেকেই নানা অনিয়ম-দূর্নীতি করে আসছেন। তিনি কোন দিনেই সময় মতো স্কুলে আসেন না, আর যদিওবা মাঝে মধ্যে আসেন হাজিরা খাতায় স্বাক্ষর করে বাড়ীতে চলে যান। বিশেষ করে সহকারী শিক্ষক মিলন অভিযুক্ত শিক্ষকের জামাই হওয়ায় তাকে ক্লাশ ম্যানেজ করতে বলে প্রধান শিক্ষক স্কুল ছেড়ে উপজেলা শিক্ষা অফিসে কাজ আছে বলে বেড়িয়ে পড়েন। ফলে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

উক্ত বিদ্যালয়ের মানেজিং কমিটির প্রাক্তন সভাপতি ইনছান আলী জানান, বর্তমানে এ বিদ্যালয়ে ঠিকমতো লেখা-পড়া হয় না। সরকার প্রদত্ত বিস্কুট ছাত্র-ছাত্রীদের ঠিকমতো না দিয়ে তালিকায় ঠিক রেখে বাড়ী নিয়ে যান প্রধান শিক্ষক। বিনা কারনে খুব রাগী বদ-মেজাজী প্রকৃতির শিক্ষক আজহার আলী ছাত্র-ছাত্রীদের মারপিট করেন। কোন অভিভাবক যদি এব্যাপারে কিছু বলতে যান তাহলে নানা কথা বুঝিয়ে এমনকি তাদেরকে অপমান করে স্কুল থেকে বের করে দেন তিনি। নতুন ম্যানেজিং কমিটি হওয়ার পর থেকে একটি মিটিং হয়নি অথচ প্রধান শিক্ষক খাতায় বেশ কিছু মিটিং দেখিয়ে খাতায় ঠিক রেখেছেন। এ ছাড়াও তিনি স্কুলের উপবৃত্তির টাকা প্রদানে অনিয়ম, স্লিপের টাকায় স্কুলের ছাত্রা-ছাত্রীদের খেলনা সামগ্রী না কিনে টাকা আত্বসাৎ করেছেন বলেও বিস্তার অভিযোগ উঠেছে। সম্প্রতি স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে দেখতে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত প্রধান শিক্ষক আজাহার আলী রাজার’র মুঠোফোনে বারংবার কল করে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিপ করেন কিন্তু কথা বলেন না।

 

Spread the love