শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিলাহাটি বর্ডার দিয়ে ৪৮৭ জন ভারত যাবে

আপেল বসুনীয়া : নীলফামারী জেলার চিলাহাটি-হলদিবাড়ি চেকপোষ্টের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারী ৪৮৭ জনকে ৪ দফায় ভারত যাবার দিন নির্ধারন করা হয়। আর এ জন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য এক প্রস্তুতি সভা চিলাহাটির ডাঙ্গাপাড়া সীমান্তে গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হাসান, ডোমার উপজেলার ইউএনও সাবিহা সুলতানা, পঞ্চগড় জেলার দেবীগঞ্চ উপজেলার ইউএনও শফিকুল ইসলাম,নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ, চিলাহাটি সীমান্ত চেকপোষ্টের কাষ্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ময়নুল ইসলাম এবং বিজিবির ডাঙ্গাপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার আনোয়ার হোসেন প্রমুখ।

জানা গেছে, পঞ্চগড় জেলার সদ্য বিলুপ্ত ভারতীয় ৩৬টি ছিটমহলের মধ্যে ১১টির ৯৯ পরিবারের ৪৮৭জন সদস্য তাদের ভারতীয় নাগরিকত্ব বহাল রেখেছে। ৯ নভেম্বর ১ম দফায় ভারত যাবে ১৬টি পরিবার। ১৮ নভেম্বর ২য় দফায় যাবে ৩১ পরিবার। ২৩ নভেম্বর ৩য় দফায় ভারত যাবে ২৯ পরিবার।শেষ দফায় ভারত যাবে ২৩ পরিবার।

 

Spread the love