শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনে ভূমিকম্পের আঘাত

chaina  Earth quakeইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমে শনিবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ বিষয়টি জানার চেষ্টা করছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সিচুয়ানের সীমান্তবর্তী ইউনান প্রদেশে শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৬ কিলোমিটার গভিড়ে। ইয়ংশান কাউন্টির ক্সিলোদু শহর থেকে সাত কিলোমিটার দূরে এটি আঘাত হানে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চায়না আর্থকুয়াক নেটওয়ার্কস সেন্টারের তথ্য মতে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১৩ কিলোমিটার গভিড়ে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। সিনহুয়া আরো জানায়, সকাল ছয়টা ৪০ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের কারণে লোকজন ঘুম থেকে জেগে ওঠে এবং ঘরের বাইরে চলে আসে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক জোরে ভূকম্পন অনুভূত হলেও এটি বেশিক্ষণ স্থায়ী ছিল না।’ ইয়ংশান প্রচারণা কর্মকর্তা সিনহুয়াকে বলেন, ভূমিকম্পের ঘটনায় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির বিষয়টি জানার চেষ্টা করছে।

Spread the love