শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ছুটির দিনেও হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি হয়েছে

হিলি পোর্টপ্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল দিনাজপুরের হিলি স্থলবন্দর। ফলে দুপুরের পর থেকে এ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার বন্দরের পানামা পোর্টে ভারতীয় ট্রাক শ্রমিক নিহতের ঘটনায় ট্রাক শ্রমিকেরা পণ্য পরিবহন বন্ধ রাখে। ফলে ওইদিন বন্দর দিয়ে আমদানী-রপ্তানী কার্যক্রমসহ সকল কার্যক্রম বন্ধ ছিল।
বন্দরের কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) মো.মনিরুজ্জামান চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রমজান মাসে পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের মজুদ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও বন্দর সচল রাখার নির্দেশ দেয়া হয়েছে। একারণে বন্দর খোলা থাকায় দুপুর আড়াইটার পর থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার ভারতীয় পরিবহন শ্রমিক নিহতের ঘটনায় বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

 

Spread the love