শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের কর্মসূচী

সহিদুল ইসলাম শহীদুল্লাহ : অবরোধ হরতাল এখন অকার্য্যকর কর্মসুচীতে পরিনত হয়েছে। আগুন সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে ১৪ দলের শান্তি গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতি জনগণের কাছে তুলে ধরতে ১৪ দলের কর্মীদের প্রতি আহবান।

 

বুধবার সন্ধ্যা ৭ঘটিকায় বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা জাসদ সভাপতি এ্যাডঃ ইমামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা ১৪ দলের সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ১৪ দলের কেন্দ্রীয় নেতা, দিনাজপুরের কৃতি সন্তান জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি ১৪ দলের নেতা কর্মীদের প্রতি উপরোক্ত আহবান জানান। সভায় জেলা ১৪ দলের ভারপ্রাপ্ত সম্বয়ক ফারুকজ্জামান চৌধুরী মাইকেলসহ আওয়ামী লীগ, জাসদ, ওয়ারর্কার্স পার্টি, ন্যাপ, গণতান্ত্রিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সর্বসমতি ক্রমে আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা, রেল-লাইনে নাশকতা ও যান বাহনে আগুন দিয়ে সহিংসতার বিরুদ্ধে শান্তির পক্ষে পদযাত্রা কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক আগামী ৮,৯,১০ মার্চ ২০১৫ইং যথাক্রমে বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট, চিরিরবন্দর উপজেলার রানী বন্দরে ও ঘোড়াঘাট উপজেলায় জেলা ১৪ দলের জন সভা অনুষ্ঠিত হইবে।

Spread the love