শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জঙ্গি ও মাদকের রক্ষা কবজ খেলাধুলা আবু ইবনে রজব

সাহেব, দিনাজপুর ॥ জাতীয় ক্রীড়া সংস্থার রংপুর বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য আবু ইবনে রজব নির্বাচনে বিজয়ী হওয়ায় দিনাজপুরের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে।

বুধবার দিনাজপুর রায়সাহেব বাড়ী প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর সেচ্ছাসেবকলীগের শাহ মোঃ রেজওয়ানুর রহমান পলাশ, শহর যুবলীগের সহ-সভাপতি সিরাজুস সালেকিন রানা, শহর মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, শাহনাজ শিউলি, সম্পা সাহা মৌ,  শহর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হারুন-উর রশীদ রায়হান, শহর ছাত্রলীগ নেতা মাহমুুল হাসান সিঙ্গেল, হাবিপ্রবি ছাত্রলীগের নাহিদ আহমেদ নয়ন, দিমেক ছাত্রলীগের সাধারন সম্পাদক আশফিকার শামস, অশ্রু মাদকা শক্তি নিরাময় কেন্দ্র, বিটস ব্যান্ড, রামনগর উন্নয়ন ক্লাব, ব্রাইট স্টার ক্লাব, টেক্সটাইল ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।Rojjab 2

 

 

 

 

 

 

এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় আবু ইবনে রজব মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার একমাত্র উপায় এবং ছেলে-মেয়েদের জঙ্গি সম্পৃক্ততা থেকে দুরে রাখার একমাত্র পন্থা খেলাধুলাকে গুরুত্ব দিয়ে বলেন, পড়ালেখার পাশাপাশি সবাইকে খেলাধুলার মধ্যে মনোযোগি হতে হবে। খেলাধুলাই আপনার –আমার ও সন্তানদের মাদক ও জঙ্গি থেকে রক্ষা করতে পারবে। Rojjab 3

 

উল্লেখ, আবু ইবনে রজব দিনাজপুর জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, জেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি দুলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দীন প্রমুখ।

Spread the love