শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী মহা সামাবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠিত ১৪ দলের ডাকে সন্ত্রাস বিরোধী মহা সমাবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ প্রমান করেছে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, নৈরাজ্যের বাংলার মাটিতে কোন স্থান নেই।
দিনাজপুর ইনস্টিটিউট এর মাঠে মহাসমাবেশের জনসমুদ্রে হাজার হাজার মানুষের সাথে আওয়ালীগের নেতা হাজী আখতারুজ্জামান পলাশ (হাজী পলাশ) এর আহবানে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর কর্তৃক বাস্তবায়ীত প্রতিবন্ধী উন্নয়ন প্রকল্পের উপকারভোগী প্রতিবন্ধী ব্যক্তিরাও অংশগ্রহণ করেছে। সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায় বলেন, এই সমাবেশের জনসমুদ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ প্রমাণ করে জঙ্গীবাদ সন্ত্রাসবাদ, নৈরাজ্যের স্থান বাংলার মাটিতে হবে না। মহাসমাবেশে প্রতিবন্ধী ব্যক্তিদের উৎসাহিত করতে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ একত্বতা ঘোষনা করে বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। উল্লেখ্য দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে ১৪ দলের ডাকে সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্যের বিরুদ্ধে মহাসমাবেশে জাতীয় ও স্থানীয় ১৪ দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Spread the love