শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

জনগণের অংশগ্রহনে চাহিদা ভিত্তিক জেলা বাজেট বাস্তবায়ন চাই-এমপি গোপাল

Mp Gopalকাশী কুমার দাশ : দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেছেন, সাধারণ ভাবে বলা হয়ে থাকে বাজেট জনগণের জন্য এবং বাজেটের চুড়ান্ত সুবিধা ভোগী জনগণ। বাংলাদেশের কেন্দ্রীভুত বাজেট প্রক্রিয়াকে জনঅংশগ্রহণ মুলক, গণমুখী এবং দরিদ্র বান্ধব জেলা বাজেট প্রনয়ন করার প্রত্যাশা আমরা কাজ করে যাচ্ছি। জেলা বাজেট বাস্তবভিত্তিক করতে হলে শুধু মাত্র মোট বাজেট থেকে পৃথক বরাদ্দ নয়। চাই তৃণমুল মানুষের অংশগ্রহণ। জনগণের অংশগ্রহনে চাহিদা ভিত্তিক জেলা বাজেট বাস্তবায়ন চাই।

‘‘কর ন্যায্যতার মাধ্যমে দরিদ্র বান্ধব অংশগ্রহণমুলক জেলা বাজেট প্রনয়ন ও বাস্তবায়ন  চাই’’- এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য প্রচারাভিযান, সুপ্র- দিনাজপুর জেলা কমিটি আয়োজিত জেলা পর্যায়ে  প্রাক-বাজেট আলোচনা সভা ২০১৪-১৫ উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সুপ্র জেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সুপ্র জেলা কমিটির সহ-সভাপতি রেজওয়ানুল হক বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা জাসদ নেতা শহীদুল ইসলাম শহীদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা হাসেম আলী তালুকদার। মুল প্রবন্ধ পাঠ করেন সিডিসির ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায় ও সুপ্র জেলা কমিটির ডিসিএফ মোকাররম হোসেন মানিক। মুক্ত আলোচনা করেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, অনামিকা পান্ডে, আনোয়ারুল ইসলাম বাবলু, আফসার আলী, আব্দুর রাজ্জাক, ফরিদা বেগম, ছাত্রী আঙ্গুরি খাতুন, ছাত্র জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, নুর হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিডিসির নির্বাহী পরিচালক ও সুপ্র জেলা কমিটির সদস্য যাদব চন্দ্র রায়। উপস্থিত অংশগ্রহণকারীরা স্থানীয় ইস্যুভিত্তিক বাজেট প্রনয়নে সরকারকে তৎপর হওয়ার জন্য বিভিন্ন ধরনের সুপারিশ প্রদান করেন।

Spread the love