শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষিত মা গড়ে তোলে দেশ ও জাতির উন্নয়ন ঘটাতে হবে- এমপি গোপাল

বীরগঞ্জ থেকে ডি রায় বাবুলঃ দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল বলেন শিক্ষাই দেশ ও জাতি গঠনের মূল চালিকা শক্তি। শিক্ষা ছাড়া দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। দেশ ও জাতি গঠনে আপনারা আমাদের শিক্ষিত মা-দেন,আমরা  আপনাদের সুন্দর দেশ দেব। জননেত্রী প্রধান মন্ত্রী শেখহাসিনার নেতৃত্বে আজ সেই সুন্দর দেশ গড়ার সময় এসেছে। তিনি শিক্ষিত মা তৈরি করার জন্য মেয়েদের শিক্ষাকে ডিগ্রী পর্যন্ত অবৈতনিক ঘোষনা করেছেন। নারী শিক্ষার উন্নয়নে শেখহাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। মেয়েদের উপবৃত্তি চালু বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরন সহ খেলা-ধুলায় ব্যাপক সুযোগ-সুবিধা সৃষ্টি করেছেন। শেখহাসিনা সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা ঘাট, বিদ্যুৎ সহ নানা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

গত শনিবার সন্ধায় কাহারোল উপজেলায় ডাবর ইউনিয়নের সান্দ্রাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত ১৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন আজকে একটি মহল দেশের স্বাধীনতা ও অর্থনিতেকে বিনষ্ট  করার জন্য নানা ভাবে  ষড়যন্ত্রস করছে। তারা মেয়েদের ঘরে বন্দী করে রাখতে চায়, তাদের শিক্ষা থেকে বঞ্চিত করতে চায়। আজকে দেশের উন্নয়নে অর্ধেক নারী দেশ পরিচালনায় চাকুরীর ক্ষেত্রে এবং কি খেলা ধুলাতেও নারীরাও অনেক এগিয়ে। পুরুষদের পাশাপাশি দেশের অর্থনিতিতে নারীদের ভুমিকা অপরিসীম। নারী-পুরুষের উন্নয়নের ধারা অব্যাহত থাকলে জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ক্ষুধা-দারিদ্র মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবেই হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ফয়সাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম প্রধান, নব নির্বাচিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল গণি, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জুলেখা বেগম, ডাবোর ইউপি চেয়ারম্যান বাবু বিশ্বজিৎ রায়. আওয়ামীলীগ নেতা ডাঃ রাজেন্দ্র দেবনাথ, বাবু ভুপেন্দ্রনাথ রায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।পুরস্কার বিতরনী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Spread the love