বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি বিরোধের জের নবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আদিবাসী নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপীচে, ঘুটু সরেন (৫৫) নামে এক আদিবাসী নিহত হয়েছে।। নিহত ঘুটু সরেন উপজেলার কচুয়া গ্রামের মৃত ফাগু সরেনের ছেলে।

ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টায়, নবাবগঞ্জ উপজেলার হিলির ডাঙ্গা বাজারে। নিহত ঘুটু সরেনের পরিবারের সদস্যরা জানায়, কচুয়া মৌজার জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে হিলির ডাঙ্গা বাজারের বাসিন্দা আনিসুর রহমানের ছেলে গোফ্ফার ডাক্তার, আজগর আলী, আব্দুল আলীম ও সুজনদের সঙ্গে, ঘুটু সরেনের দির্ঘদিন থেককে বিরোধ চলে আসছিল। ঘুটু সরেন শনিবার সকাল সাড়ে ৯টায় পারিবারিক কাজে হিলির ডাঙ্গা বাজারে গেলে, প্রতিপক্ষরা একত্রিত হয়ে পূর্ব সত্রুতার জের ধরে ঘুটু সরেনকে একা পেয়ে তাকে রাস্তা থেকে জোর করে গোফ্ফার ডাক্তারের বাড়ীর ভিতর টেনে হেছরে নিয়ে যায় এবং সেখানে তাকে দেশীয় অস্ত্র লাঠি লোহার রড দিয়ে বোদম মারপিট করে। এসময় ঘুটু সরেনের অত্তচিৎকারে হিলির ডাঙ্গা বাজারের লোকজন ছুটেগিয়ে প্রতিপক্ষের হাত থেকে গুরুতর আহত অবস্থায় ঘুটু সরেনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যা কমপে­ক্স চিকিৎসার জন্য ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ঘুটু সরেনের পরিবারের সদস্যরা জানায় জমিজমার বিরোধের জেরে একই প্রতিপক্ষের হাতে গত ১৯৭৩ সালে ঘুটু সরেননের পিতা ফাগু সরেনও নিহত হয়েছিল।।এরিপের্ট লেখা পযন্ত ঘুটু সরেনের পরিবারের পক্ষ থের্কে মামলার জন্য প্রস্ত্ততি নিচ্ছিলেন।

 

Spread the love